
ছোটকার পাহারা

অজেয় রায়
‘কেন? মেয়েরা যাবে না কেন?’ ছোটকা ঝাঁঝিয়ে উঠলেন। রামুকাকা বললেন, ‘মানে প্রসেশনের সময় যা ভিড় ধাক্কাধাক্কি হয়, মেয়েদের নিয়ে যাওয়া ঠিক সেফ নয়।’
ছোটকা বাঁকা হেসে বললেন, ‘হোপলেস। দেখ রামুদা, সেই আগের যুগ আর নেই। মেয়েরা এখন ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে কী-না করছে? কোথায়-না যাচ্ছে? চৌধুরীবাড়ির মেয়েরা এখন সবাই প্রায় মডার্ন। এরা এখন শহরে থাকে। ট্রামে বাসে চলাফেরা করে। সিনে...