
ছিমছিমা

বুদ্ধদেব গুহ
আজ শ্রাবণী পূর্ণিমা। রাত নেমে গেছে বহুক্ষণ। জিম ক্যালান, বেন জনসন আর আমি হরিশ রান্ধাওয়ার সঙ্গে বসেছিলাম ফুলকাফুলি পাহাড়ের মাথায় ছিমছাম বনবাংলোর বারান্দাতে।
হরিশ এই অঞ্চলের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। নাগপুরে ও আমার সঙ্গে কলেজে পড়ত। এখন ওর পোস্টিং হয়ে গেছে বোম্বের মন্ত্রণালয়ে, সেক্রেটারি হিসেবে। আজ রবিবার। আগামী শনিবার চলে যাবে ও নাগপুর হয়ে বোম্বে। ওরই সনির্বন্ধ অনুরোধে আমরা এখানে...