
চেয়ার

প্রচেত গুপ্ত
হ্যাটট্রিক হল। পরপর তিন দিন। শেষ ঘটনাটা ঘটে শনিবার। শনিবার রাতে। এক-একজন বাড়িওলা ভাড়া আদায়ের জন্য ভাড়াটেকে এক-এক রকম থেরাপি দেয়। গালমন্দের থেরাপি, জল বন্ধের থেরাপি, গুন্ডা লেলানোর থেরাপি। অবনী ঘোষালের থেরাপি হল ‘বসে থাকা থেরাপি’। তিনি ভাড়াটের বাড়ি গিয়ে বসে থাকেন। ভাড়ার কথা কিছু বলেন না, কোনও কথাই বলেন না। শুধু চুপ করে বসে থাকেন। চা দিলে ভাল, না দিলে ক্ষতি নেই। কিছু মনে কর...