গোসাঘর (প্রা.) লিমিটেড

গোসাঘর (প্রা.) লিমিটেড

বুদ্ধদেব গুহ

গোসাঘর (প্রা.) লিমিটেড

Books Pointer Iconবুদ্ধদেব গুহ
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনবেলা ০৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

গাড়ি আজ সার্ভিসে গেছে।

টিপটিপ করে বৃষ্টি পড়ছিল দুপুর থেকেই। ট্যাক্সি পাওয়ার অনেক চেষ্টা করেও পেলাম না। ডালহৌসি অবধি হেঁটে এসে মিনির জন্যে দাঁড়িয়েছিলাম। চাটুজ্যেও টুরে গেছে, নইলে কোনো প্রবলেমই ছিল না।

আমি লম্বা লোক। ঘাড়ে ব্যথা হয়ে যায় মিনিতে মাথা নীচু করে দাঁড়িয়ে থেকে। বেঁচে থাকতে তো অনুক্ষণ মাথা নীচু করতেই হচ্ছে। তার ওপরে বাসেও মাথা নীচু করতে ইচ্ছে করে না। এ কারণেই মিনি...

Loading...