
গোবর্ধনের কেরামতি

শিবরাম চক্রবর্তী
| শিবরাম চক্রবর্তী | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০১ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আসাম সরকারের নোটিশ এসেছে প্রত্যেক আসামির কাছেই। হর্ষবর্ধনরাও বাদ যায়নি। যদিও বহুকাল আগে দেশ ছেড়ে কলকাতায় এসে কাঠের ব্যবসায় লিপ্ত রয়েছেন, তাহলেও আসাম সরকারের কঠোর দৃষ্টি এড়াতে পারেননি তাঁরা। সরকারি কড়া নজর পড়েছে তাঁদের ওপরেও।
শুধু হর্ষবর্ধনই নন। তাঁর ভাই গোবর্ধনও পেয়েছে এক নোটিশ। সীমান্তে যুদ্ধে যাবার নোটিশ।
পররাজ্য লিপ্সায় চীন যখন নেফার সীমানা পার হয়ে তেজপুর...