গির্জার সিঁড়িতে সারারাত

গির্জার সিঁড়িতে সারারাত

অতীন বন্দ্যোপাধ্যায়

গির্জার সিঁড়িতে সারারাত

Books Pointer Iconঅতীন বন্দ্যোপাধ্যায়
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস০৬ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আমরা আশা করছিলাম জাহাজ এবার দেশে ফিরবে। সেই প্রায় মাস এগারো আগে সফরে বের হয়েছি—কত কাল আগে যেন, নতুন জাহাজিরা দেশে ফিরতে চাইবেই। কারণ রক্তে নোনা জলের নেশা এখনও ঢোকেনি। তাছাড়া একটানা, শুধু নীল জল, নীল আকাশ, কতদিন ভালো লাগে! বন্দরে এলে দিনগুলি তবু কোথা দিয়ে যে শেষ হয়ে যায়। তখন মন খুব একটা খারাপ থাকে না। টাকা থাকলে ফুর্তি-ফার্তার অভাব হয় না।


তবে সবাই একরকমের হয় না। জাহাজ...

Loading...