
কাল ভুজঙ্গ

অতীন বন্দ্যোপাধ্যায়
| অতীন বন্দ্যোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা২৩ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
নিশি ফিসফিস করে ডাকল, ‘সোনামণি, অ সোনামণি।’
সোনামণি কোন উত্তর করল না। মানুষটা বারান্দায় বসে সোনামণিকে ডাকছে। সোনামণি উঠোনে কচু সেদ্ধ করছে। দু’ মেয়ে সোনামণির। অঙ্গি, বঙ্গি দুই ছানা-পোনা উনুনের ধারে কচু সেদ্ধ হবার আশায় বসে রয়েছে। উদোম গায়ে বসে আছে। আর অভাব অনটন সোনামণির নিত্যদিনের। সারা অঞ্চল জুড়ে খরা আর খরা। বর্ষা নেই। বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির আশায় মানুষটা বারান্দায় বসে আকাশ দেখ...