
কার্তিকের নবরূপ
শক্তিপদ রাজগুরু
| শক্তিপদ রাজগুরু | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনকমলা কান্ত০১ সেপ্টেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কার্তিকপুর নামটা এসেছে কার্তিক ঠাকুরের নাম থেকেই। বেশ বড় গঞ্জই। এককালে এই এলাকার বিস্তীর্ণ অঞ্চলের ধান-পাট-আনাজপত্রের বড় আড়ত ছিল এখানে। খুবই উর্বর এলাকা। গঙ্গার ধারেই তাই নৌকাতেই ব্যবসা বাণিজ্য চলতো মহাজনদের। ইংরেজ কেন তার আগেও ডাচ বণিকরা এখানে তাদের কুঠি গড়েছিল। তখন থেকেই এখানে কার্তিক পূজার প্রচলন করে এখানের গঞ্জের দেহ পসারিনির দল। কার্তিক পূজা করলে নাকি কার্তিকের মত সুপুরুষের আবির্ভাব...