
একাদশীর রাঁচি যাত্রা

নারায়ণ গঙ্গোপাধ্যায়
| নারায়ণ গঙ্গোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা৩১ মার্চ ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
টেনিদা বললে, আমার একাদশী পিসেমশাই—
আমি বললুম, একাদশী পিসে! সে আবার কী রকম?
–কী রকম আর? হাড়কঞ্জুস। খাওয়া বন্ধ হয়ে যাবে বলে লোকে নাম করে না–একাদশী বলে। কালকে সন্ধেবেলায় তিনি রাঁচি গেলেন।
বললুম, ভালোই করলেন। রাঁচি বেশ জায়গা। হুডরু আছে, জোনা ফলস আছে। আমরা একবার ওখান থেকে নেতার হাট
বাধা দিয়ে টেনিদা বললে, তুই থাম না–কুরুবক ক...