
এক প্রেমিক পুরুষের ইতিবৃত্ত

আশাপূর্ণা দেবী
| আশাপূর্ণা দেবী | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশেষ নগরী১৭ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এন্তার প্রেম করেছে নন্তু তার এই বেয়াল্লিশ বছরের জীবনে।
জীবনভোরই নন্তু প্রেমে পড়ছে।
ওর প্রেমের প্রথম ইতিহাস খুঁজতে গেলে চলে যেতে হবে ওর আট বছর বয়সে।
হ্যাঁ, ঠিক আট বছর, তখন নন্তু প্রেমে পড়ল। মোক্ষমভাবেই পড়ে গেল।
প্রেমপাত্রী তার সদ্য-বিবাহিত মাসতুতো বৌদি রাকা।
নন্তু সেই নববধূর ঢলঢলে মুখ দেখে মোহিত হলো, কাজলপরা কালো চোখের চাউনি দেখে মুগ্ধ হলো, আলতাপর...