ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী

ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী

শওকত ওসমান

ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী

Books Pointer Iconশওকত ওসমান
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনকাব্য রচিত১৯ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আমরা সহপাঠী ছিলাম। হৃদ্যতার বন্দি।

বলা বাহুল্য, একই স্কুল। রূপচাঁদ ভুক্ত ছিলেন এলাকার ধনাঢ্য ব্যক্তি। তাঁরই বদান্যতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। গ্রামের নাম নন্দনপুর। শ্রীযুক্ত রূপচাঁদ উক্ত গ্রামের অধিবাসী ছিলেন না। সুতরাং এখন উপলব্ধি করা যায়, বদান্যতার সঙ্গে বিশেষ মহানুভবতা ছিল। প্রতিষ্ঠাতা নিজের গ্রাম নয়, কেন্দ্রীয় একটি গ্রাম বেছে নেন যেন আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিদ্যার্থীরা স্কুল...

Loading...