ইজ্জত
নারায়ণ গঙ্গোপাধ্যায়
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১২ ফেব্রুয়ারি ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সমুদ্র অনেক দূরে। সেখানে ঝড়, সেখানে সাইক্লোন, আর এখানে এই এক টুকরো গ্রাম যেন প্রবালদ্বীপ। এর চারদিকে সহজ অশিক্ষা আর অজ্ঞতার শান্তি একটা স্তব্ধ লেগুনের মতো প্রবাল-বলয় দিয়ে ঘেরা।