
আসল বেনারসী ল্যাংড়া

আশাপূর্ণা দেবী
| আশাপূর্ণা দেবী | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস১৩ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সীমা ঘরবার করছিল।
অফিস থেকে ফিরতে এত দেরি হচ্ছে কেন প্রতুলের!
যানবাহনের দুর্গতিতে দেরিটাই অবশ্য স্বাভাবিক হয়ে গেছে আজকাল, তবু ভাবনা না হয়েও পারে না। ওই যানবাহন থেকে দুর্ঘটনার নজীরও তো কম নেই।
সীমা অনেকবার চেষ্টা করেছে একটা পড়ে থাকা সেলাই নিয়ে বসতে। কিন্তু পারছে না। মন বসছে না। হাতের কাজ হাত থেকেই নামিয়ে বারে বারেই রাস্তার ধারের বারান্দায় এসে দাঁড়াচ্ছে। এবং আপন মনেই ...