
আলোকিত অন্ধকার

সমরেশ মজুমদার
তখন ‘দেশ’ পত্রিকায় গল্প লিখতাম। কেউ আমাকে উপন্যাস লেখার প্রস্তাব তখনও দেয়নি, ৫০ হাজার শব্দের উপন্যাস লেখার চিন্তা মাথায় আসেনি। হঠাৎ একদিন কিংবদন্তি সম্পাদক সাগরময় ঘোষ ডেকে বললেন, ‘তুমি তো গ্রুপ থিয়েটার করতে, সিনেমা দ্যাখো?’
গল্প লেখা ছাড়া আমার নেশা ছিল যাবতীয় গান শোনা আর সিনেমা দ্যাখা। ‘৫০ থেকে ‘৭৪ সাল পর্যন্ত যেসব বাংলা ছবি হলে এসেছে, তার অধিকাংশই আমার দ্যাখা। তারপর সিনে ক্লাবে...