আলো

আলো

সঞ্জীব চট্টোপাধ্যায়

আলো

Books Pointer Iconসঞ্জীব চট্টোপাধ্যায়
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা১০ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

সেকালটাই ছিল মজার কাল। সবেতেই মজা। বাড়িতে চোর পড়লেও মজা। চোরেরাও ছিল অন্যরকম। প্রকৃতই অভাবী মানুষ। পেটের দায়ে চোর। ছিচকে চোর। ঘটি, বাটি, গামছা, জামা, লোহার বালতি, তোলা উনুন, কেরোসিন তেলের বোতল, হাতের কাছে যা পাওয়া যায় তাইতেই সন্তুষ্ট। কোনওক্রমে রান্নাঘরে ঢুকতে পারলে সেই মাঝরাতেই হাপুসহুপুস করে খানিক পায়েস খেয়ে নিলে।

কোনও ইজ্জত ছিল না তাদের। চরিত্রে আত্মসম্মান বোধটাই অনুপস্থিত। স...

Loading...