
আরও একজন

প্রচেত গুপ্ত
এক
একুশদিনে মোট তিনবার ঘটেছে।
প্রথম ঘটনার তারিখ, সময় দুটোই মনে আছে। ছয় তারিখ, বুধবার। বেলা দুটো বেজে দশ মিনিট। আমি বসেছিলাম ‘ফিট ওয়েল’ নার্সিংহোমের দোতলায়। ‘ফিট ওয়েল’ আমাদের সুকুলপুরের একমাত্র নার্সিংহোম। শুধু সুকুলপুর কেন, আশপাশের আর প্রাইভেট নার্সিংহোম নেই। ‘ফিট ওয়েল’-কে লোকে বলে ‘সাহাবাবুর গাঁট ওয়েল’। বিশ্বম্ভর সাহা নার্সিংহোমের মালিক। তার একটা চালকল, দুটো গো...