
আমি ও মানালি

প্রচেত গুপ্ত
১
এক ধরনের ছাত্র থাকে যারা পরীক্ষায় কখনও ভাল রেজাল্ট করতে পারে না, কিন্তু লেখাপড়ায় অত্যধিক সিরিয়াস। এই কারণে তাদের নানা ধরনের হাসি-ঠাট্টা, গঞ্জনার মধ্যে দিয়ে যেতে হয়। কলেজের বন্ধুরা বলে, ‘তুই হলি কর্ম করিয়া যাও, ফলের আশা করিয়ো না টাইপের ছেলে। একে মনীষী সিনড্রোমও বলতে পারিস। ওঁদের মধ্যে এই লক্ষণ প্রকট থাকে। মনে হচ্ছে খুব শিগগিরই কলেজে তোর বড় ছবি দেয়ালে টাঙিয়ে...