
আমার বন্ধু পিনাকী
সন্দীপন চট্টোপাধ্যায়
| সন্দীপন চট্টোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনহিয়া মজুমদার২৩ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পিনাকীর মৃত্যুর খবর এল বিকেল পাঁচটা নাগাদ। আর ঠিক আড়াই ঘণ্টা পরে ওর আমাকে ফোন করার কথা। মাত্র গতকালই কথা হয়েছিল, আজ সন্ধেবেলাটা আমরা লেক ক্লাবে বসব। ও যেন গেটে দাঁড়িয়ে থাকে। ঠিক আটটার সময়। যখন আমি যাব।
‘তা হলেও। ফোন করে নিস একবার।’ আমি বলেছিলাম ওকে।
‘ক-টায়?’
‘তুই তো জানিস সব। আমি ক-টায় হেঁটে ফিরব। কখন বাথরুমে যাব। কখন চা নিয়ে বসব।’
‘সাড়ে...