
আত্মরতি

অতীন বন্দ্যোপাধ্যায়
এই যাবি টুম্পা।
কোথায়?
মিডনাইট ফ্যাশন শোতে।
ওরে বাপস, এত রাতে।
তোদের ফ্ল্যাট থেকে বেশি দূর না, হেঁটেই যাওয়া যাবে। তুই আমি পালিয়ে যাবি!
মরতে চাস নাকি।
এখন তো আমাদের মরারই বয়স রে। গেলে দেখা যাবে রবি বর্মার শরীরী নারী, রবি বর্মার বর্ণময় রোমান্টিকতা, রবি বর্মার ইশারাবাহী যৌনতা। সকালের কাগজটা দেখিসনি—শাড়ির ফ্যাশান শো-শাড়ির রং, শরীরের ওপর তার ই...