
সামন্ত বাড়ি

হরিনারায়ণ চট্টোপাধ্যায়
| হরিনারায়ণ চট্টোপাধ্যায় | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৯ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বাড়িটার দিকে চোখ পড়লেই গা ছম ছম করে। সমস্ত দরজা-জানলার কবজাগুলো বোধ হয় ভেঙে গেছে। একটু বাতাস হলেই বিচিত্র শব্দ হয়। ক্যাঁচ কোঁচ ক্যাঁচ।
বাড়িটার আদিকালে কী রং ছিল বলা মুশকিল। এখন বাইরের আস্তরণ খসে পাঁজর-প্রকট চেহারা। রন্ধ্রে রন্ধ্রে বট-অশত্থের চারা। ছাদের একদিকের কার্নিস সম্পূর্ণ ভেঙে পড়েছে।
সামনে অনেকখানি জায়গা। গাঁয়ের বুড়ো লোকেরা বলে একসময়ে খুব চমৎকার ফুলের বাগান ছিল। স...