রাতের প্রহরী

রাতের প্রহরী

হরিনারায়ণ চট্টোপাধ্যায়

রাতের প্রহরী

Books Pointer Iconহরিনারায়ণ চট্টোপাধ্যায়
Books Pointer Iconবৈজ্ঞানিক কল্পকাহিনী

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৮ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

এ কাহিনি অমিয়া মাসির কাছে শোনা।

তবে অমিয়া মাসি হলফ করে বলেছেন, এ কাহিনিতে একটুও ভেজাল নেই, প্রতিটি বর্ণ সত্য।

তাঁর জবানিতেই বলি।

জানো, শরীরটা বছর দুয়েক আগে খারাপ হয়ে পড়েছিল। যা খাই, কিছু হজম হয় না। পেটে অসহ্য ব্যথা। চোখে অন্ধকার দেখি। ডাক্তার বললেন, ‘কলকাতা ছাড়তে হবে। এ শহর ব্যাধির ডিপো। এখানে থাকলে শরীর সারবে না।’



ঠিক হল কোনো স্বাস্থ্যকর ...

Loading...