
ইতি স্মৃতিগন্ধা

সাদাত হোসাইন
নাসরিন আলো
আমার মা যা কিছু আমার ভালো, তার সবটুকু তিনি।
প্রচণ্ড জ্বর!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ৪০১/এ-তে শুয়ে আছি। সিঙ্গেল রুম। রুমে আমি ছাড়া কেউ নেই। ভুল বললাম, আমার সামনেই দেয়ালে দুটো টিকটিকি আছে। তারা কিছুক্ষণ পর পর টিকটিক করছে। একটা জীবন্ত পোকার দখল নিয়ে তীব্র যুদ্ধ। প্রবল জ্বরে আমার হ...