
গুহামানবী

আফজাল হোসেন
উৎসর্গ
এই পৃথিবীতে যাকে সবচেয়ে ভালবাসি।
নিজের চেয়েও বেশি। কিন্তু সে তা বোঝে না!
কোনও দিন বুঝবেও না!
আমার মা।
এক নবদম্পতি। রায়হান আর পলি।
রায়হান একটা বেসরকারি ব্যাংকের জুনিয়র অফিসার। আটটা-পাঁচটা অফিস। কাগজে-কলমে আটটা-পাঁচটা হলেও অফিস থেকে বেরোতে ছ’টা-সোয়া ছ’টা বেজে যায়। বাসায় ফিরতে-ফিরতে সাত...