
যবনিকা

শৈলজানন্দ মুখোপাধ্যায়
| শৈলজানন্দ মুখোপাধ্যায় | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২৮ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কাশীনাথ আর শশীনাথ দুই বন্ধু। কাশীনাথ কালো, শশীনাথ ফরসা। কাশীনাথ গরম, শশানাথ নরম। কাশীনাথ কানা, শশীনাথ কালা। তবু তারা দুই বন্ধু। হাতিবাগান বাজারের কাছে দুজনের দুটি খাবারের দোকান। এদিকে একটি, ওদিকে একটি। প্রায় মুখোমুখি। কাশীনাথের দোকানে খরিদ্দার আসে। শশীনাথের ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করে। আবার শশীনাথের দোকানে যখন খদ্দেরের ভিড়, —কাশীনাথের তখন কি যে হয় তা সে নিজেই ভাল বুঝতে পারে না; উনোন-খোঁচান...