
মলাটের মুখ
রণেন ঘোষ
| রণেন ঘোষ | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনসাহিত্য কুঞ্জ৩০ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সুজিত, অমিত আর আমি। চেহারা লেখাপড়া পেশায় কোনও মিল নেই কোনওখানে। তবুও কেমন করে জানি না বন্ধুত্ব হয়ে গেছে। মিল শুধু এক জায়গায়। বিস্ময়-কে বাঁচাতে হবে, বিজ্ঞানভিত্তিক সাহিত্যের প্রচলন করতে হবে বাংলা ভাষায়। মাঝে মাঝে হাসি পায়। মনে হয় ভগবান কি এসএফ-এর সোল এজেন্ট করে দিয়েছে নাকি আমাদের। সে যাই হোক, রোজকারের মতো সেদিনও আমরা বসেছিলাম বিস্ময় অফিসে। বাইরে সন্ধের অন্ধকার। সৌরজগৎ ছাড়িয়ে মহাব...