
প্রেত উল্কি

সৈকত মুখোপাধ্যায়
| সৈকত মুখোপাধ্যায় | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনশেষ নগরী০৪ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এক
আমার কলেজের বন্ধু সাগ্নিকের ডাকে বিধনি গিয়েছিলাম। বেড়ানো ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না। অথচ সেখানে গিয়ে এক হাড় হিম করা অভিজ্ঞতার মুখোমুখি হলাম।
পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের সীমান্তে শান্ত শহর বিধনি। সাগ্নিক ওখানকার থানার ও সি। তিনবছর ধরেই আমাকে ফোনে ডাক পাঠাচ্ছে, ”আমি ট্র্যান্সফার হয়ে যাওয়ার আগে একবার এখান থেকে ঘুরে যা পার্থ। হলফ করে বলতে পারি, ...