
খেলাঘর

সৈকত মুখোপাধ্যায়
এক
নির্মাল্য বসু নিজে একজন নামজাদা ইন্টিরিয়র—ডেকরেটর। কাজেই তিনি যখন নিজের জন্যে বাড়ি বানালেন, তখন সেই বাড়িকে যে তিনি নিজের হাতে সাজাবেন, সেটাই স্বাভাবিক।
মনের মতন করে বাড়িটাকে সাজানোর ব্যাপারে কোথাও কোনো কার্পণ্য করেননি নির্মাল্যবাবু। না পয়সার, না পরিশ্রমের। যেখানে যে জিনিসটা মানাবে বলে মনে হয়েছে, সেই জিনিসটাকেই যে কোনো মূল্যে জোগাড় করে এনেছেন তিনি।
তবে শ...