
কাটিহারের গঙ্গারাম

সৈয়দ মুস্তাফা সিরাজ
| সৈয়দ মুস্তাফা সিরাজ | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০২ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ছোটমামার সঙ্গে রাতবিরেতে বাইরে কোথাও গেলেই কী সব বিদঘুটে কাণ্ড বেধে যায়। তাই ছোটমামা সাধাসাধি করলেও সন্ধ্যার পর তার সঙ্গে কোথাও যেতুম না। সে কলকাতায় যাত্রা দেখতেই হোক, কী মেলা দেখতেই হোক। অবশ্য সব সময় দোষটা যে ছোটমামারই, এমন কিন্তু নয়। কোথাও দিনদুপুরে গিয়ে কোনও কারণে ফিরতে সন্ধ্যা বা রাত্রি তো হতেই পারে। তখন কী আর করা যাবে?
তেমনই একটা রাতের বিদঘুটে কাণ্ডের কথা মনে...