
আলোর জীবন
রণেন ঘোষ
[অথচ কেউ কি তখন ভাবতে পেরেছিল যে এত দ্রুত সব ঘটে যাবে। জেমস জিনসের পরে অনেক অনেক বিজ্ঞানী বলেছিল–না, সূর্য মরবে না। আদি অনন্তকাল ধরে নিজে জ্বলবে আর সারা বিশ্বে আলো আর উত্তাপ ছড়াবে। হায় রে, সব আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে বড় বড় ডিগ্রিধারী-ভবিষ্যদ্রষ্টাদের ভবিষ্যবাণীকে উপহাস করে সত্যি সত্যিই ধীরে ধীরে মৃত্যু হল সূর্যের। মহাবিশ্বের নিকষ কালো অন্ধকার গ্রাস করল আমাদের সৌরমণ্ডলকে। কিন্তু মানুষ–যে ম...