
অদৃশ্য বস্তু

অদ্রীশ বর্ধন
| অদ্রীশ বর্ধন | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনবেলা ২৯ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
মাথা ঝাঁ-ঝাঁ করে উঠল নন্দবাবুর।
সম্পাদক ভ্রূক্ষেপ করলেন না। কাচের চেম্বারে তিনি বসে আছেন। নীচের রাস্তার পিচ গলে গেছে। কিন্তু তাঁর ঘর দার্জিলিং-এর মতোই মোলায়েম শীতল। এয়ার কন্ডিশনার চলছে ফুরফুর করে। হাতের কাছেই তিনখানা টেলিফোন। বাড়িতে টেলিফোন, চবিবশঘন্টার ড্রাইভার সমেত গাড়ি মাসে পাঁচ অঙ্কের বেতন—এ সবই তে কোম্পানি দিচ্ছে। কাজেই একসময়ে তিনিও যে ফ্যা-ফ্যা করে ঘুরেছেন হাতে লেখা নিয়ে, ত...