[একের পর বিপর্যয়ে বিপর্যস্ত সন্ত্রাসী সংগঠন ব্ল্যাক সিন্ডিকেট। ব্ল্যাক সিন্ডিকেট পাগল হয়ে উঠেছে আহমদ মুসাকে হত্যার জন্যে। ইউরোপ চ্যাম্পিয়ান শুটারকে ভাড়া করেছে তারা আহমদ মুসাকে দেখামাত্র হত্যার জন্যে। শুটার সারা সোফিয়ার আগমন, রত্নদ্বীপ নিয়ে এল নতুন কাহিনী। কী সেই কাহিনী? শ্বাসরূদ্ধকর এক দৃশ্যে জীবন মৃত্যুর মুখোমুখি সারা সোফিয়া ও আহমদ মুসা- গুলিটা আগে করার সুযোগ পেল সারা সোফিয়া পর পর চ...