
৫৭. আতংকের দিভিন উপত্যকা

আবুল আসাদ
| আবুল আসাদ | |
| ধর্মীয় |
পোষ্ট করেছেনহিয়া মজুমদার০৫ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
[আহমদ মুসা দিভিন উপত্যকায় যাচ্ছে এটা সে কাউকেই জানতে দেয়নি। ঘটনাচক্রে ইভা নারিন তার সাথী হয়েছে। ইভা নারিন কোথায় যাচ্ছে তাও সে আহমদ মুসাকে বলেনি। শেষে দেখা গেল আহমদ মুসা তার মিশন নিয়ে যাচ্ছে দিভিনে আর ইভা নারিন দিভিনেই যাচ্ছে সেখানকার ঘটনাবলীর তদন্ত করতে। পথে পথে পথে ভয়ংকর সব ফাঁদ… সব ফাঁদ মাড়িয়ে তারা পৌছল দিভিনে- সেখানেও একের পর এক প্রাণঘাতি হামলা আর ভেতরের সব ষড়যন্ত্র। দৃশ্যপটে...