
ক্রস এবং ক্রিসেন্ট

আবুল আসাদ
ডোনা তার আব্বার কোল থেকে মুখ তুলল।
অশ্রু ধোয়া তার মুখ।
কিন্তু চোখে তার অনেকটা লড়াকু ও বেপরোয়া দৃষ্টি।
তার এই দৃষ্টি গিয়ে পড়ল এলিসা গ্রেসদের উপর। তাদের চোখ-মুখের বিস্ময়ভাবের দিকে চেয়ে ডোনা বলল, ‘আপনারা ভাবছেন, আহমদ মুসার কথা বলে কাঁদছি কেন? ভাবছেন, ওমর বায়ার নাম জানলাম কি করে?’
একটু থেমে একটা ঢোক গিলে নিয়ে ডোনা বলল, ‘আহমদ মুসা আমার সব, আমার জীবন। আর তার কাছেই ...