
হিমের কুয়াশা নাকে

জীবনানন্দ দাশ
| জীবনানন্দ দাশ | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৪ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
হিমের কুয়াশা নাকে—তারপর—মৃত্যু একদিন—
তবু তার আগে মৃত্যু হানা দেয়
দিবসের আর্তেরা রাতের বায়ুর শব্দে আসে
কোনো এক রকপাখি—মসৃণ ডিমের সাথে আতুরকে টেনে নিয়ে যায় গম্ভীর ডানার শৌর্যে—যেখানে সে—যতদূর—যেতে পারে
তারপর নিম্নতম পৃথিবীর পামিরের ছাদে ফিরে এসে
অবিকল কৃষ্ণসার—গড্ডালিকা জীবনের স্বাদ নয়
মাংস—মৃত্যু—মৈথুন।
কারও কাছে প্রে...