মানবিক বৃক্ষ

মানবিক বৃক্ষ

মহাদেব সাহা

মানবিক বৃক্ষ

Books Pointer Iconমহাদেব সাহা
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৯ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


তোমার মতন কোনো গাছ নেই স্বয়ংসম্পূর্ণ

এই উদার বৃক্ষমূলে নতজানু নবীন তাপস

ক্ষমায় স্নেহে ও প্রেমে কখনো হিংসায়

তুমি বাঁধো বিপুল মজ্জায় তাকে

রক্তে রক্তে তুমি তার লাল তরু, কিংশুক-অশোক

তোমার ছায়ায়, করতলে আভূমি আকাশ নত,

নীল গঢ় নিসর্গসম্ভার

তোমার মতন কোনো পরিপূর্ণ গাছ নেই,

কখনো গভীর রাতে দুঃস্বপ্নে সন্ত্রস্ত যুবা

খোঁজে যে-স্নিগ্ধ গাছ

Loading...