হায় পাখি একদিন কালীদহে ছিল না কি

হায় পাখি একদিন কালীদহে ছিল না কি

জীবনানন্দ দাশ

হায় পাখি একদিন কালীদহে ছিল না কি

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী২১ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


হায় পাখি, একদিন কালীদহে ছিল না কি – দহের বাতাসে

আষাঢ়ের দু’পহরে কলরব কর নি কি এই বাংলায়!

আজ সারাদিন এই বাদলের কোলাহলে মেঘের ছায়ায়

চাঁদ সদাগর: তার মধুকর ডিঙাটির কথা মনে আসে,

কালীদহে কবে তারা পড়েছিলো একদিন ঝড়ের আকাশে,-

সেদিনো অসংখ্য পাখি উড়েছিলো না কি কালো বাতাসের গায়,

আজ সারাদিন এই বাদলের জলে ধলেশ্বরীর চরায়

গাংশালিখের ঝাঁক, মনে হয়, যেন সেই ক...

Loading...