হারামণি

হারামণি

কাজী নজরুল ইসলাম

হারামণি

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

এমন করে অঙ্গনে মোর ডাক দিলি কে স্নেহের কাঙালি!

কে রে ও তুই কে রে?

আহা ব্যথার সুরে রে,

এমন চেনা স্বরে রে,

আমার ভাঙা ঘরের শূন্যতারই বুকের পরে রে।

এ কোন পাগল স্নেহ-সুরধুনীর আগল ভাঙালি?

কোন্ জননির দুলাল রে তুই, কোন্ অভাগির হারামণি,

চোখ-ভরা তোর কাজল চোখে রে

আহা ছলছল কাঁদন চাওয়ার সজল...

Loading...