সিন্ধু (প্রথম তরঙ্গ)

সিন্ধু (প্রথম তরঙ্গ)

কাজী নজরুল ইসলাম

সিন্ধু (প্রথম তরঙ্গ)

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ১৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

হে সিন্ধু, হে বন্ধু মোর, হে চির-বিরহী,

হে অতৃপ্ত! রহি’ রহি’

কোন্‌ বেদনায়

উদ্বেলিয়া ওঠ তুমি কানায় কানায়?

কি কথা শুনাতে চাও, কারে কি কহিবে বন্ধু তুমি?

প্রতীক্ষায় চেয়ে আছে উর্ধ্বে নীলা নিম্নে বেলা-ভুমি!

কথা কও, হে দুরন্ত, বল,

তব বুকে কেন এত ঢেউ জাগে, এত কলকল?

কিসের এ অশান্ত গর্জ...

Loading...