রাতের পরী

রাতের পরী

জসীম উদ্দীন

রাতের পরী

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী১৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


রাতের বেলায় আসে যে রাতের পরী,

রজনীগন্ধা ফুলের গন্ধে সকল বাতাস ভরি।

চরণের ঘায়ে রাতের প্রদীপ নিভিয়া নিভিয়া যায়,

হাসপাতালের ঘর ভরিয়াছে চাঁদিমার জোছনায়।


মানস সরের তীর হতে যেন ধবল বলাকা আসে,

ধবল পাখায় ঘুম ভরে আনে ধবল ফুলের বাসে।

নয়ন ভরিয়া আনে সে মদিরা, সুদূর সাগর পারে,

ধবল দ্বীপের বালু-বেলাতটে শঙ্খ ছড়ায় ভারে।

তাহাদেরি সাথে লক্ষ...

Loading...