পুরাতন ভৃত্য

পুরাতন ভৃত্য

রবীন্দ্রনাথ ঠাকুর

পুরাতন ভৃত্য

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর—

যা‐কিছু হারায়, গিন্নি বলেন, “কেষ্টা বেটাই চোর।”

উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে।

যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে।

বড়ো প্রয়োজন, ডাকি প্রাণপণ চীৎকার করি “কেষ্টা”—

যত করি তাড়া নাহি পাই সাড়া, খুঁজে ফিরি সারা দেশটা।

তিনখানা দিলে একখানা রাখে, বাকি কোথা নাহি জানে;

একখানা দ...

Loading...