জীবনদেবতা

জীবনদেবতা

রবীন্দ্রনাথ ঠাকুর

জীবনদেবতা

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


ওহে অন্তরতম ,

মিটেছে কি তব সকল তিয়াষ

আসি অন্তরে মম ।

দুঃখসুখের লক্ষ ধারায়

পাত্র ভরিয়া দিয়েছি তোমায় ,

নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ

দলিত দ্রাক্ষাসম ।

কত যে বরন কত যে গন্ধ

কত যে রাগিণী কত যে ছন্দ

গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন

বাসরশয়ন তব —

গলায়ে গলায়ে বাসনার সোনা

প্রতিদিন আমি করেছি রচনা

...

Loading...