
অতিথি

রবীন্দ্রনাথ ঠাকুর
| রবীন্দ্রনাথ ঠাকুর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা২৫ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ওই শোনো গো , অতিথ বুঝি আজ
এল আজ ।
ওগো বধূ , রাখো তোমার কাজ
রাখো কাজ ।
শুনছ না কি তোমার গৃহদ্বারে
রিনিঠিনি শিকলটি কে নাড়ে ,
এমন ভরা সাঁঝ !
পায়ে পায়ে বাজিয়ো নাকো মল ,
ছুটো নাকো চরণ চঞ্চল ,
হঠাৎ পাবে লাজ ।
ওই শোনো গো , অতিথ এল আজ
এ...