শ্বশুরবাড়ির গ্রাম

শ্বশুরবাড়ির গ্রাম

রবীন্দ্রনাথ ঠাকুর

শ্বশুরবাড়ির গ্রাম

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


শ্বশুরবাড়ির গ্রাম,

নাম তার কুলকাঁটা,

যেতে হবে উপেনের–

চাই তাই চুল-ছাঁটা।

নাপিত বললে, “কাঁচি

খুঁজে যদি পাই বাঁচি–

ক্ষুর আছে, একেবারে

করে দেব মূল-ছাঁটা।

জেনো বাবু, তাহলেই

বেঁচে যায় ভুল-ছাঁটা।’



Loading...