
শিবের ভিক্ষাযাত্রা

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৯ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ওথায় ত্রিলোকনাখ বলদ চড়িয়া।
ত্রিলোক ভ্রমেন অম্ল-চাহিয়া চাহিয়া।
যেখানে যেখানে হর অম্ল হেতু যান।
হা অন্ন হা অন্ন ভিন্ন শুনিতে না পান।
ববস্ ববস্ বম ঘন বাজে গাল।
ভভয় ভভম্ ভম শিঙ্গা বাজে ভাল।
ডিমি ডিমি ডিমি ডিমি ডমরু বাজিছে।
তাধিয়া তাধিয়া ধিয়া পিশাচ নাচিছে।
দূরে হৈতে শুনা যায় মহেশের শিঙ্গা।
শিব এল বলে ধায় যত রঙ্গচিঙ্গা ॥
কেহ বল...