
আখ্যানমঞ্জরী

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
| ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনদিপা চৌধুরী১৬ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
প্রত্যুপকার
এক ব্যক্তি, অশ্বে আরোহণ করিয়া, ইংলণ্ডের অন্তর্গত রেডিং নগরের নিকট দিয়া, গমন করিতেছিলেন। তিনি দেখিতে পাইলেন, একটি বালক, পথের ধারে, কর্দ্দমে পতিত হইয়া রহিয়াছে। তাহার মুখ দেখিয়া, স্পষ্ট বোধ হইল, সে অত্যন্ত যাতনা ভোগ করিতেছে। অশ্বকে দণ্ডায়মান করিয়া সে ব্যক্তি কারণ জিজ্ঞাসা করিলে, বালক কহিল, মহাশয়। পড়িয়া গিয়া, আমার হাত পা ভাঙ্গিয়া গিয়াছে, নড়িতে পার...