রজনী গন্ধার বিদায়

রজনী গন্ধার বিদায়

জসীম উদ্দীন

রজনী গন্ধার বিদায়

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী১৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


শেষ রাত্রের পান্ডুর চাঁদ নামিছে চক্রবালে,

রজনী গন্ধা রূপসীর আঁখি জড়াইছে ঘুম-জালে।

অলস চরণে চলিতে চলিতে ঢলিয়া ঢলিয়া পড়ে,

শিথিল শ্রানি- চুমিছে তাহার সারাটি অঙ্গ ধরে!

উতল কেশেরে খেলা দিতে শেষ উতল রাতের বায়ু:

ঘুমাতে ঘুমাতে কাঁপিয়া উঠিছে স্মরিয়া রাতের আয়ু।

রজনী- গন্ধা রাতের রূপসী ঝুমিছে শ্রানি-ভরে,

অঙ্গ হইতে ঝরিছে কুসুম একটি একটি করে।

Loading...