
হরগৌরীর বিবাদসুচনা

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৯ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বিধি মোরে লাগিল রে বাদে
বিধি যার বিবাদী কি সাদ তার সাদে ॥
এ বড় বিষম ধন্দ যত করি ছন্দ বন্দ
ভাল ভাবি হয় মন্দ পড়িমু প্রমাদে ॥
ধর্ম্মে জানি সুখ হয় তবু মন নাহি লয়
অধর্ম্মে বিবিধ ভয় তবু তাই স্বাদে।
মিছা দারা সুত লয়ে মিছা সুপে সুখা হয়ে
যে রহে আপনা কয়ে সে মজে বিষাদে ।
সত্য ইচ্ছা ঈশ্বরের আর সব মিছা ফের
ভারত পেয়েছে টের গুরুর প্রসাদে ॥
শঙ্কর ক...