
রাত্রির রোমান্স

সমরেশ মজুমদার
মনোজ বসু
বধূ ডাকিল–ঘুমুচ্ছ?
মনোময় পাশ ফিরিয়া শুইল এবং বলিল—উঁহু—
বধূ কহিল–বালিশ কোথায়? অন্ধকারে দেখতে পাচ্ছি না তো! হ্যাঁগো, আমার বালিশ কোথায় লুকিয়ে রাখলে? না—এই যে পেয়েছি। বলিয়া আন্দাজে বালিশ খুঁজিয়া লইয়া তাহার উপর শুইয়া পড়িল।
মনোময় বলিয়া উঠিল, আঃ, ঘাড়ের উপর শুলে কেন?...