রক্তাম্বরধারিণী মা

রক্তাম্বরধারিণী মা

কাজী নজরুল ইসলাম

রক্তাম্বরধারিণী মা

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা২০ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

রক্তাম্বর পর মা এবার

জ্বলে পুড়ে যাক শ্বেত বসন।

দেখি ঐ করে সাজে মা কেমন

বাজে তরবারি ঝনন-ঝন।

সিঁথির সিঁদুর মুছে ফেল মা গো

জ্বাল সেথা জ্বাল কাল্-চিতা।

তোমার খড়গ-রক্ত হউক

স্রষ্টার বুকে লাল ফিতা।

এলোকেশে তব দুলুক ঝন্‌ঝা

কাল-বৈশাখী ভীম তুফান,

চরণ-আঘাতে উদ্গারে যেন

আহত বিশ্ব রক্ত-বান।

নিশ্বাস...

Loading...