
মাসতুতো ভাই

সুনীল গঙ্গোপাধ্যায়
সাত বছর বয়সে শিবু হঠাৎ দুটো নতুন জিনিস জানতে পারলো। হনলুলুতে তার এক মাসি, মেসো আর মাসতুতো ভাই থাকতো, তারা কয়েকদিন আগে কলকাতায় এসেছে। শিবু জানতোই না, তার কোনো মাসতুতো ভাই আছে, আর হনলুলু নামের কোনো জায়গার নামও সে আগে শোনেনি।
একই দিনে দুটো জিনিস জেনে ফেলা দারুণ ব্যাপার। হঠাৎ এরকম এক—একটা নতুন জিনিস জানা হয়ে যায়। যেমন, মাত্র দু’দিন আগেই সে জানতে পেরেছে যে, জিরাফ কক্ষনো ডাকে না, মুখ দ...